ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন নাসির

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রবিবার(০৯ অক্টোবর)মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে স্বাগতিকরা। এর আগে প্রথম ম্যাচে হারের ফলে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে টাইগাররা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৭ রান।
৩৬ রান নিয়ে ক্রিজে আছেন মাহমুদউল্লাহ। তার সাথে ২১ রান নিয়ে আছেন মুশফিকুর রহিম।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস এদিন ১১ রানে ফিরে গেছেন সাজঘরে। ওয়াকসের বলে ডেভিড উইলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। এর পর ওয়াকসের ব্যাক্তিগত চতুর্থ ওভারে মঈন আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। আউট হওয়ার আগে তামিম করেছেন ১৪ রান। ২১ বল খেলে ৩ রান করে জ্যাক বলের বোল্ডের শিকার হয়েছেন সাব্বির রহমান।
বাংলাদেশের স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ
ইংল্যান্ড স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জ্যাক বল, বেন ডাকেট, মঈন আলী, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, ক্রিস ওকস