অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাফসেঞ্চুরি করে আউট সাকিব

0
.

৫৪ বলে হাফসেঞ্চুরি করে বড় ইনিংসের আভাস দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সেটাকে লম্বা করতে পারলেন না। গত ম্যাচে ৭৫ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় ম্যাচে বিদায় নেন ৬৪ রান করে।

হাফসেঞ্চুরির পর আর ১৪ বল খেলেন সাকিব। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে পেছনে টম ল্যাথামের দুর্দান্ত ক্যাচ হন তিনি। তার ৬৮ বলের ইনিংসে ছিল ৭টি চার।

মাশরাফি মুর্তজা ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ২০০ ওয়ানডের মাইফলকে পৌঁছালেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে এই অর্জনের ম্যাচে ৪৪তম হাফসেঞ্চুরি করলেন বাঁহাতি ব্যাটসম্যান। ৫৪ বলে ৫ চারে ফিফটির ঘরে পৌঁছান তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচে ৭৫ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচসেরা হন সাকিব। টানা চারটি বিশ্বকাপের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরির অনন্য কীর্তি গড়েন এই বাঁহাতি। এবার টানা দ্বিতীয় ম্যাচে পঞ্চাশ ছুঁলেন তিনি।