অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাওরের কৃষকদের দুঃখ-দুর্দশা দেখেও সরকার নির্বিকার-দুদু

0
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

হাওরের কৃষকদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নও একদিন ভেঙে চুরমার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সিলেট, সুনামগঞ্জ,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী কৃষক দল এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শামসুজ্জামান দুদু বলেন, হাওড় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দেখেও সরকার নির্বিকার। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বিদেশ সফর করেন কি করে? ‘আপনি প্রধানমন্ত্রী ভারত, ভুটান সফরে যেতে পারেন অথচ হাওর অঞ্চলে যেতে পারেন না। যে কৃষকরা এ দেশের প্রাণ তাদের পাশে দাঁড়ান না।’

দুদু বলেন,‘এই হাওর অঞ্চলের কৃষকদের স্বপ্ন যেমন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তেমনিভাবে আপনার অবৈধ ক্ষমতাও একদিন গণমানুষের চাপে গণবিস্ফোরণের মাধ্যমে ভেঙে চুরমার হয়ে যাবে।’

তিনি আরো বলেন,‘প্রধানমন্ত্রী ভারত সফরে যাবার আগেই হাওর অঞ্চলে দুর্গত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অথচ তিনি সেখানে যাননি। ভারত গিয়ে আজমীর শরীফ, দিল্লী যেতে পারেন হাওর অঞ্চলে যেতে পারেন না।’ দুদু বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোট ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হাওর অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ায়নি। আমাদের দলের মহাসচিব দুর্গত অঞ্চলগুলো সরেজমিনে দেখে এসে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন। আমরা তার দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।’

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের মানুষের স্বপ্নকে বাঁচাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আসুন এই জালিম সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলি।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি এ এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী,নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার,আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ,বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন, মিয়া মো:আনোয়ার প্রমুখ।

হাওরাঞ্চলকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবি জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, উন্নয়ন-বঞ্চিত এই হাওর এলাকার মানুষকে বরাবর বছরে একটি বোরো ফসলের ওপর নির্ভর করেই চলতে হয়েছে। আর সড়ক যোগাযোগ নেই বললেই চলে গোটা হাওর এলাকায়। ফলে বর্ষাকালে নৌকা ও হেমন্ত মওসুমে হেঁটে তাদের এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়। ঢাকাসহ অন্যান্য শহরে এবার মহা ধুমধামে বৈশাখের উৎসব পালন করছি, তখন হাওর এলাকার ঘরে ঘরে বিরাজ করছে কৃষকের কান্না। তিস্তার পানির নায্য হিস্যা পাওয়ার ব্যাপারে যখন আমাদের কাকুতির শেষ নেই, তখন মমতা ব্যানার্জি বলছেন তিস্তাচুক্তি হলেও পানি পাওয়া যাবে না, কারণ তিস্তায় পানি নেই। ঠিক তখন তিস্তার পানিই বেড়ে বাংলাদেশে বৈশাখের আগেই প্রবেশ করে তলিয়ে দিয়েছে ক্ষেতের ফসল। উজানে বৃষ্টিপাত, ভারত থেকে আসা পাহাড়ি ঢল এবং ওপারে গজলডোবার বাঁধের সবগুলো গেট ভারত খুলে দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপর দিকে আমাদের হাওর রক্ষাবাঁধগুলো নির্মাণে ঠিকাদারদের দুর্নীতির কারণে সময় মতো যথাযথভাবে নির্মিত হয়নি। ফলে এসব বাঁধ ভেঙে কিংবা বাঁধগুলো ডিঙিয়ে এবার সহজেই ঢলের পানি বোরো ফসলের ক্ষেতে ঢুকে পড়ে। আর এবার চৈত্রমাসেই ফসলের ক্ষেতে পানি ঢুকে পড়ায় বেশির ভাগ ফসলই ছিল কাঁচা বা আধপাকা। বলা যায়, এবারের বন্যার ক্ষতিটা আর সব বছরের তুলনায় সবচেয়ে বেশি।

কাদের গনি চৌধুরী আরো বলেন, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগাম বন্যায় ৭৫ শতাংশ ফসল তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে সুনামগঞ্জ জেলা। এ জেলায় প্রায় ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় মতো বাঁধ নির্মাণ না করা, নদী ভরাট হওয়া, অসময়ে বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, প্রশাসনের অসহায়ত্ব ও আর্থিক দুর্নীতিকে ফসলহানির জন্য দায়ী করেন তিনি। মানব বন্ধনে বক্তারা, ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা, প্রশাসনের উদ্যোগে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কমিটি গঠন করে আগামী ফসল ওঠার আগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ তৎপরতা চালানো, পুরাতন কৃষি ঋণ মওকুফ, সুদবিহীন নুতন কৃষিঋণ বিতরণ, কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, তেল ও কৃষি উপকরণ বিতরণ, ক্ষতিগ্রস্ত বাঁধগুলো আগামী ফাল্গুন মাসের আগেই পুন:নির্মাণ, আগামী বোরো ফসল ওঠার আগেই নদীগুলো ড্রেজিং, হাওড় এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং ৫৪টি অভিন্ন নদীর পানি প্রবাহের জন্য ভারতের সঙ্গে ন্যায্য চুক্তি, হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতি রোধের দাবি জানান।