অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এবার ফেসবুকে লিখুন রঙিন স্ট্যাটস

1
.

সবাই ফেসবুকে স্ট্যাটাস দিতে ভালোবাসেন। যদি এই স্ট্যাটাস একটু রঙিন হয় তবে সমস্যা কী? ফেসবুক তাই স্ট্যাটাসের ব্যাকগ্রাউন্ড রঙিন করার ফিচার এনেছে। টেকনোলজি ওয়েবসাইট টেকক্রাঞ্চকে বিষয়টি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস লেখার বক্সে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে আপনি রঙ্গিন স্ট্যাটাস পোস্ট করতে পারবেন।
কালার স্ট্যাটাস পোস্ট করার জন্য মোবাইলে ফেসবুক অ্যাপ ওপেন করুন। স্ট্যাটাস লেখার বক্সে লেখা শুরু করুন। কক্সের নিচের দিকে অনেকগুলো রঙিন ব্যাকগ্রাউন্ডের ক্যানভাসে দেখা যাবে।

এই সুবিধাটি এই মুহূর্তে ফেসবুকের মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে। ওয়েব ভার্সনে এখনো পাওয়া যায়নি। রঙিন স্ট্যাটাস পোস্ট করার পর আপনার লেখাটি একটি রঙ্গিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা অক্ষরে প্রদর্শীত হবে। এগুলো কোন ফটো হিসেবে নয়, বরং টেক্সট হিসেবেই দেখা যাবে।

১ টি মন্তব্য
  1. AK Azad বলেছেন

    দারুণ