অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার

0
.

জিনিয়াস বাংলাদেশ বেসরকারি মেধাবৃত্তি চট্টগ্রাম মহানগরের পরীক্ষা আগামী শুক্রবার সকাল ১০টা থেকে নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে পাবলিক হাই স্কুলে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে প্রথম হতে তৃতীয় শ্রেণি এবং বিকাল ২টা ৩০ মিনিট থেকে চতুর্থ হতে অষ্টম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওইদিন সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম মহানগরের ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের (প্রথম-অষ্টম শ্রেণি) ১ হাজার ৪২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

এছাড়া আগামী ২৫ ডিসেম্বর (রোববার) সকাল ১০টা থেকে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বটতলী এসএম আউলিয়া ডিগ্রী কলেজ পৃথক কেন্দ্রে উপজেলা পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই কেন্দ্রের মাধ্যমে প্রায় দেড় হাজার শিক্ষার্থী জিনিয়াস মেধাবৃত্তিতে অংশগ্রহণ করবে।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি উপলক্ষে বুধবার মোমিন রোডস্থ সংস্থার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে পরিচালক সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জিনিয়াস উপদেষ্টামন্ডলীর সদস্য জামাল উদ্দিন, সাংবাদিক সুজিত কুমার দাশ, আবদুল মান্নান, নাছির উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতি আনোয়ারা শাখার সভাপতি কেএম এরশাদ হোসাইন, সহ-সভাপতি রূপন কান্তি শীল, শিক্ষক এমএ খালেক, অন্তিম পাল, মৃনাল কান্তি নাথ, সুজয় পাল, এমডি রাজু. জিনিয়াস সচিব মিয়া এমএ করিম, যুগ্ম সচিব সুশান্ত শীল, ইভেন্ট সম্পাদক ফোরকান সিকদার, জসিম উদ্দিন, রিদ্ওয়ানুল হক, আবুল হাসনাত প্রমূখ।