অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চাঁদাবাজি করতে গিয়ে ৯ ভুয়া সাংবাদিক গ্রেফতার

1
.

ফতুল্লায় পৃথক অভিযানে ৯ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।  পুলিশ থেকে চাঁদা দাবী এবং গ্যাস লাইন অবৈধ বলে চাঁদাবাজি করতে গিয়ে ৯জন ভুয়া সাংবাদিককে আটক হয়েছে।

গত রবিবার রাতে এসব অভিযান চালানো হয়।

এর মধ্যে গ্যাস লাইন অবৈধ বলে চাঁদাবাজি করতে গিয়ে ফতুল্লার রঘুনাথপুর জোড়াপুল এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ের মৃত হায়দার খানের ছেলে সাইফুল ইসলাম (৩২), বন্দর উপজেলার আবু বক্কর সিদ্দিকীর ছেলে রুহুল আমীন (৪৮), একই উপজেলার নবীগঞ্জের শাহ জালালের পুত্র ফয়সাল (৩২), ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার সিদ্দিক মিয়ার ছেলে শরীফ মো.সিদ্দিকী ওরফে আপন (৪০), একই এলাকার আবদুল লতিফ মিয়ার ছেলে বাবু সওদাগর (৪৫)। এদের মধ্যে রুহুল আমীনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, ফতুল্লা মডেল থানায় চারজন ভুয়া সাংবাদিক পুলিশের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় পুলিশ তাদের আইডি কার্ডসহ পত্রিকা দেখাতে বললে তারা নানা তালবাহানা শুরু করে। পরে তাদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-১৬১০) জব্দ করে।

ওই চারজন ভুয়া সাংবাদিক হলো, ডেমরার সারুলিয়া আব্দুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া আ. মান্নানের ছেলে সেলিম নিজামী (৩৭), ফতুল্লা আব্দুল রব মোল্লার বাড়ীর ভাড়াটিয়া মো. তাহের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৮), ফতুল্লা নূরবাগ এলাকার আনিস মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত আবেদ আলী আকন্দের ছেলে মো. ইউসুফ (২১) ও ডেমরার সারুলিয়া আব্দুল আউয়ালের বাড়ীর ভাড়াটিয়া আ. মান্নানের ছেলে মাসুদ মিয়া (৩৫)।

আটককৃতরা একটি মাইক্রো নিয়ে বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল বলে পুলিশ জানায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ফতুল্লার রঘুনাথপুর এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে আটকরা নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। তাদের অবৈধ গ্যাস লাইন রয়েছে বলে হুমকি ও হয়রানি করে আসছিল। পরে এলাকাবাসী তাদের আটকে পুলিশে দেয়।

১ টি মন্তব্য
  1. Alamgir Noor বলেছেন

    কি অদ্ভুত কান্ড!