অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এই ভাবে রেড ওয়াইন পান করলেই দাঁত ও মাড়ি থাকবে মজবুত, দাবি গবেষণায়

0
.

দাঁত বা মাড়ি সম্পর্কিত কোনও সমস্যা আছে কি ? যদি থাকে সে ক্ষেত্রে মাত্র এক গ্লাস রেড ওয়াইন দাঁতের ক্যাভিটি (খন্দ) দূর করতে পারে ৷ ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে ৷

সম্প্রতি এক গবেষণায় জানতে পারা গিয়েছে ওয়াইনে পলিফিন্যাল ও অ্যান্টি অস্কিডেন্ট পাওয়া গিয়েছে যা মুখের ভেতরকার অংশকে সুস্থ সবল রাখে ৷ ক্যান্সার ও হৃদরোগ থেকে রক্ষা করে ৷

ওরাল প্রবায়োটিক, স্ট্রেপটোকোকম ডেন্টিসানির সঙ্গে রেড ওয়াইন মিশিয়ে পান করলে মুখের ভিতরের উপকারী ব্যাকটেরিয়াদের রক্ষা করে থাকে ৷

এর আগে বিভিন্ন সমীক্ষায় জানতে পারা গিয়েছে অ্যালকোহল সেবন করলে বা পরিমিত, নির্দেশ মত সেবনে অনেক সমস্যার সমাধান ৷ মস্তিষ্ক থেকে টক্সিন বেরতে শুরু করে ৷

বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ৷

এছাড়াও দাঁত ও মাড়ি মজবুত রাখতে দিনে ২ বার ব্রাশ করা আবশ্যিক ৷