অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে একে একে চলে গেল ১৩ প্রাণ

0
.

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে সিলিন্ডার থেকে আগুনের ঘটনায় ১৩ জনের মৃত্যু হলো।

সর্বশেষ মৃত দু’জন হলেন পোশাককর্মী ইয়াসিন আরাফাত (২১) ও মশিউর রহমান (২২)।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান ইয়াসিন। এরপর রাত ৯টার দিকে মশিউরের মৃত্যু হয়। ইয়াসিনের শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। মশিউরের শরীর পুড়েছিল ৬০ শতাংশ।

তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ ১৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

ইয়াসিনের মামা মো. লিটন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। তাঁর বাবার নাম মো. আল আমিন। মা-বাবাকে নিয়ে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় থাকতেন ইয়াসিন। তিনি চাকরি করতেন পোশাক কারখানায়।

গত ১৩ মার্চ কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।