অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খুলনায় ট্রেনের ধাক্কায় দাদী নাতনি নিহত

1
.

খুলনায় শিরোমনি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অন্তত ২ জন নিহত হয়েছেন । তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৩১ মে) বিকেল ৩টা ৫৫ মিনিটে মহানগরীর শিরোমণি তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে নানী-নাতনি।

তারা হলেন, সালমা বেগম (নানী) শিরোমণি এলাকার সবুরের স্ত্রী ও নাতনি আফরিন (২) গুরুতর আহত পুলিশ কনস্টেবল রেশমা খাতুনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে খুলনাগামী ট্রেন শিরোমণি রেলক্রসিং অতিক্রমের সময় একটি ইজিবাইক ট্রেনের সামনে এসে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় ইজিবাইকটি কিছুদূর ছিটকে পড়লে ঘটনাস্থলে সালমা বেগম নিহত হন। অপর ৩ যাত্রী আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিশু আফরিনের মৃত্যু হয়। আহত রেশমা খাতুন মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। অজ্ঞাতপরিচয় অপর নারী খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত সালমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু আফরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) মনিরুজ্জামান মিঠু বলেন, রেশমা খাতুন মহানগরীর দৌলতপুরের ট্রেড স্কুল পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

১ টি মন্তব্য
  1. M Nazmul Islam বলেছেন

    Inna Lillahi Uainna Ilaihi Rajiun