অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তরুণীর শরীরে ট্যাটু আঁকার অশ্লীল ভিডিও ভাইরালঃ সেই যুবক আটক

6
.

কুরুচিপূর্ণ কথাপূর্ণ অশ্লীল ভিডিও তৈরি করে তা ভাইরাল করার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. তরিকুল ইসলাম বাদশাহ ওরফে বাদশা ট্যাটু।

মঙ্গলবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেফতারের সময় অশ্লীল ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া তার ফেসবুক আইডি ও তার ট্যাটু স্টুডিও নিউমার্কেট পেজটিও বন্ধ করে দিয়েছে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

.

এ বিষয়ে এডিসি নাজমুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ফেসবুকে এক নারীর দেহের নিম্নাংশে একজন পুরুষের মেসেজ করে দেয়ার ভিডিও এবং এ সময় কুরুচিপূর্ণ কথা বলার ভিডিও ভাইরাল হয়।

সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে জানতে পারে, তরিকুল বাদশাহ্‌ নামের এক ট্যাটু তৈরিকারক নিজের স্টুডিওতে অশ্লীল ভিডিও তৈরি করে এবং ট্যাটু স্টুডিও নিউ মার্কেট ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়। এ ধরনের অশ্লীল অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও নিঃসন্দেহে নিরাপদ ইন্টারনেটের জন্য হুমকি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।’

ওই ভিডিওতে থাকা মেয়েটিকেও পুলিশ খুঁজছে বলে জানান তিনি।

জানা গেছে, তরিকুলের বিরুদ্ধে রমনা থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠিয়ে চার দিনের রিমান্ড চাইবে পুলিশ।

৬ মন্তব্য
  1. Ariez বলেছেন

    Tar ebong oi meye tir uchit shikkha deya hok

  2. Tiger rony বলেছেন

    Akje amra akmot cheletir onek kothin shaja hok hate adhoroner kaj korar jonno key shahos na psy kintu meyetir o dish ache she kivabe ono akjon purusher shamne nijer shoril dekhay sheo onek kharap amar mote meyetir oshschti houa uchit

  3. Tiger rony বলেছেন

    Akaje amra akmot cheletir onek kothin shaja hok hate adhoroner kaj korar jonno key shahos na psy kintu meyetir o dish ache she kivabe ono akjon purusher shamne nijer shoril dekhay sheo onek kharap amar mote meyetir oshschti houa uchit

  4. Md Nazim বলেছেন

    Duijoni soman oporadhi..

  5. সাব্বিব আনজির বলেছেন

    এসব বিকৃত মানসিকতার মানুষদের কঠিন শাস্তি দেওয়া প্রয়োজন, আইনের আওতায় এনে ।

  6. নয়ন বলেছেন

    khub baje akta jinis