অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নারী নিখোঁজ

0
.

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বৃহস্পতিবার রাতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক নারীর মরদেহ শুক্রবার উদ্ধার করা হয়েছে।

নিহত জামসেদা (২০) শরিয়তপুর জেলার দেলোয়ারের স্ত্রী।

নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নদীর মিল ব্যারাক পুলিশ লাইন্স এলাকা থেকে নৌবাহিনী ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নৌকাডুবির ঘটনায় আরও পাঁচ সদস্য নিখোঁজ রয়েছেন।

নিখোঁজরা হলেন- শাহিদা (২৮), তার দুই মেয়ে মীম (৮) ও মাহী (৬), তার ভাইঝি জামসেদার জামাই দেলোয়ার (৩৫) ও জামসেদার তিন মাস বয়সী ছেলে জুনায়েদ।

 আজ শুক্রবার রাত ১০টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে ‘এমভি সুরভী-৭’ নামে একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দিলে ডুবে যায়। এতে একই পরিবারের ছয় সদস্য নিখোঁজ হন।

তারা রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা এবং শরিয়তপুর জেলায় নিজের বাড়িতে যাওয়ার জন্য লঞ্চ টার্মিনালে যাচ্ছিলেন।

শাহিদার স্বামী শাহজালাল (৩৫) ঘটনার পর সাঁতরে পাড়ে চলে আসেন। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।