অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

0
?
সীতাকুন্ড উপজেলায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ ।

দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেছেন, সরকারি সেবাদানকারী প্রতিষ্টানের কাছ থেকে সেবা পাওয়া সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। প্রত্যেক মানুষের সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য জানার অধিকার আছে। প্রত্যেকটি সরকারি-বেসরকারী প্রতিষ্টানকে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে।

আজ সোমবার (২২ আগস্ট) সীতাকুন্ড উপজেলায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান সমাজে দুর্নীতির ধরন ও কৌশল ভিন্ন হয়ে গেছে তাই সচেতন নাগরিক সমাজকে সম্মিলিত ভাবেই এর প্রতিরোধ করতে হবে। সর্বস্তরের জনসাধারন একটু সচেতন হলেই দূর্নীতির হার কমে যাবে। সমাজের সকল স্তরের মানুষকে দূর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, জনগণের সাংবিধানিক অধিকার হরনে হাতেগোনা কয়েকজন দূর্নীতিবাজ কর্মকর্তার দায়ভার পুরো দেশ নিতে পারেনা। সরকারি পদে থেকে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন তা হবেনা। আমরাও বসে থাকবো না। সাধারন মানুষের সেবা ও অধিকার নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের মধ্যে সীতাকুন্ড উপজেলাকে দুর্নীতি প্রতিরোধের মডেল উপজেলায় উন্নিত করতে হবে।

সীতাকুন্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে দূর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২, সীতাকুন্ড উপজেলা প্রশাসন ও সীতাকুন্ড উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ ভাবে এ গণশুনানীর আয়োজন করেন।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত গণশুনানীতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দুদুকের কমিশনার এ. এফ.এম. আমিনুল ইসলাম, দুদুকের পরিচালক মোঃ মনিরুজ্জমান, বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুইয়া, উপ-পরিচালক সৈয়দ আহমেদ, মোশাররফ হোসেন, সীতাকুন্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া পৌর মেয়র বদিউল আলম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, মোরশেদ ইসলাম চৌধুরী, সীতাকুন্ড উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক এসএম ইকবাল,সাধারন সম্পাদক মো. মাহাবুববর রহমান ও পৌর কমিশনার হারাধন চৌধুরী বাবু প্রমূখ।

গণশুনানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেজবাউল আলম. সহকারী কমিশনার (ভুমি) মো. রুহুল আমিন, পল্লী বিদ্যুতের জিএম এটিএম সামশুল ইসলাম চৌধুরী, সাব-রেজিষ্টার মো. সিরাজুল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা তাদের স্ব-স্ব দপ্তরের বিরুদ্ধে সাধারন জনসাধারনের আনিত বিভিন্ন অভিযোগের সরাসরি জবাব দেন।