“মা কে বাঁচাবোই”

স্বপ্নীল স্বপনঃ দুটি পা নেই ২৭ বছরের যুবক আনোয়ার হোসেনের । খুব ছোট থাকতেই হারিয়েছেন বাবাকে । মা-ই ছিলেন পরিবারের সব । মায়ের পিঠে চড়ে স্কুল , কলেজ লেখাপড়া । থেমে নেই জীবন যুদ্ধ । শিখেছেন আর্ট । প্রতিষ্ঠা করেছেন ক্যানভার্স আর্ট নামে একটি স্কুল । অল্প কিছুদিন হল বাংলাদেশ রেলওয়েতে একটা চাকুরিও হয়েছে । ভালোতে চলছিল পরিবারটা , মায়ের দীর্ঘদিনের কষ্টের সংসারে একটু সুখের দেখা মিললেও এক হতাশায় জীবন পার হচ্ছে পুরো পরিবারের । মরনব্যাধি ক্যানসার বাসা বেঁধেছে স্বপন এর মায়ের শরিরে । ডাক্তার বলছেন স্তন ক্যানসার হয়েছে , দ্রুত ভারতে নিয়ে যেতে হবে । এতোদিন যে ছেলেটি মনোবল হারাননি , কারো দ্বারে দ্বারে ঘুরেননি , নিজ পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছে নিয়ে ছুটে চলেছেন সে ছেলেটি আজ ডাক্তারের কথাতে অনেকগুলো স্বপ্ন , একটি আশার বুকে করুন হতাশায় পার করছেন জীবনের প্রতিটি ঘন্টা । সহযোগিতা চেয়েছেন আমাদের সকলের । সকলের সর্বাত্বক সহযোগিতায় বেঁচে যাবেন আমাদের মা । মা-কে বাঁচাবোই ।
যোগাযোগঃ আনোয়ার হোসেন ০১৯১৪-৩১১০৫২

ফেইসবুকের পোষ্টটি নিচে সংযুক্ত করে দেয়া হলোঃ
দুটি পা নেই ২৭ বছরের যুবক আনোয়ার হোসেন স্বপনের । খুব ছোট থাকতেই হারিয়েছেন বাবাকে । মা-ই ছিলেন পরিবারের সব । মায়ের পিঠে চ…
Posted by স্বপ্নীল স্বপন on Sunday, 21 August 2016
অসংখ্য ধন্যবাদ পাঠক নিউজকে । মা-কে বাঁচাতে পাঠক নিউজের সর্বাত্বক সহযোগিতা আশা করছি ।