চট্টগ্রামে সিএনজি চালকের ঘুষিতে অপর চালক নিহত
চট্টগ্রামে সিএনজি আটোরিকশা চালকের ঘুষিতে প্রাণ হারিয়েছেন অপর সিএনজি চালক। সোমবার (২২ আগস্ট) দুপুরে পাচঁলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সিএনজি অটো চালকের নাম মোহাম্মদ সেলিম খান (৫৮)।
এ ঘটনায় পুলিশ হামলাকারী সিএনজি চালককে আটক করছে পুলিশ। তার নাম নিতাই চৌধুরী রিপন (৩৫)
সিএমপির পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আমি সিএমপিতে মিটিং এ আছি। তাই বিস্তারিত বলতে পারছি না।
তবে ওসি (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, দুপুরে হামজারবাগ এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে অটোরিকশা রাখা নিয়ে দুই সিএনজি চালকের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একজন আরেকজনকে কিল-ঘুষি মারে এতে চালক সেলিম খান গুরুত্বর আাহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর সে মারা যায়।
এ ব্যাপারে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের হয়েছে।