অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন মঈন উদ্দীন খান বাদল 

0
.

সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শুধু শিক্ষা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠা ও নেতৃত্বে শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া উন্নয়ন সহ সর্বক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য ঈর্ষনীয়।

গত ২২ সেপ্টেম্বর শনিবার পূর্ব ষোলশহর চান্দগাঁওস্থ মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের ডিজিটাল কর্মসূচি সুফল ইতোমধ্যে দেশের জনগণ ভোগ করছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাবের আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মুশফিক কামাল অয়ন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোগন আরা বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ষোল শহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, শিক্ষানুরাগী মোঃ সালাউদ্দিন পেট্টোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক এটিএম সেলিম।

বঙ্গবন্ধু একাডেমি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ী মতিউর রহমান সৌরভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মুহাম্মদ ইয়াছিন, হাজী নিজামুল ইসলাম, হাজী মুন্সি মিয়া, মুহাম্মদ আলমগীর আললম বাবুল, অভিভাবক সদস্য মুহাম্মদ নুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী মোঃ হারুন উর রশিদ, রবিউল আলম, জাহাঙ্গীর আলম, সাবিনা ইয়াসমিন, সেলিনা আক্তার, সেকান্দর হোসেন প্রমুখ।