অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জাবালে নূর পরিবহনের ৬ বাস জব্দ করেছে র‌্যাব

0
.

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রুট পারমিট বাতিল সত্ত্বেও রাস্তায় পরিবহন চালানোর অভিযোগে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

র‌্যাবের এক বার্তার তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাসগুলো জব্দ করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৪ এর সদস্যরা।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নামে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষিতে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরো অনেক শিক্ষার্থী।

পরে গত ১ আগস্ট জাবালে নূর পরিবহনের নিবন্ধন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিট বাতিল করে বিআরটিএ।