অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চলমান ট্রাফিক সপ্তাহ বাড়ল আরো তিনদিন

0
.

চলমান ট্রাফিক সপ্তাহে ইতিবাচক ফলাফল পাওয়ায় ট্রাফিক সপ্তাহ আরো তিনদিন বাড়ানো হয়েছে। শনিবার (১১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এ ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার বলেন, গত ৫ আগস্ট শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের কারণে আমরা অনেক ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছি। ট্রাফিক আইন প্রয়োগের কারণে সড়কে শৃঙ্খলায় অগ্রগতি হয়েছে। শৃঙ্খলা আরও টেকসই করতে এ অভিযান চলমান রাখা দরকার বলে মনে করছি। এ অভিযান বেগবান করতে ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন (১২-১৪ আগস্ট) বর্ধিত করার ঘোষণা করছি।

এদিকে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান “ট্রাফিক সপ্তাহ-২০১৮” এর ৬ষ্ঠ দিনে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যথাযথ কাগজপত্র না থাকার কারনে মোট ১০৭৩ টি মোটরযান সংক্রান্ত মামলা দিয়েছে। গাড়ি আটক করা হয়েছে ৭৮ টি। ট্রাফিক সপ্তাহ জুড়ে এই অভিযান জোরদার করা হবে।