সচেতনতা….

চট্টগ্রাম নগরীর পরিস্কার পরিছন্নতার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ ও অপসারণ কার্য়ক্রম বাস্তবায়ন হচ্ছে। কিন্তু মুরাদপুরের এ প্রবীণ দোকানদার তার ময়লার এভাবে একটা পলিথিন রাখে কখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ী এসে নিয়ে যাবে তাঁর অপেক্ষায় তিনি রয়েছেন।
তারঁ মত সব নগরবাসী এভাবে চলত তাহলে আর কথায় ছিল না। জনসচেতনতা মাধ্যমে নগরীর সৌন্দর্য রক্ষা করা সকলের প্রয়োজন।
ছবিটি ৫ আগষ্ট দুপুরে সগরীর মুরাদপুর এলাকা থেকে ধারণ করেছেন স্থানীয় বাসিন্দা কবি তসলিম খাঁ।
Donnobad Bhi Saiful Islam Shilpi
tanks u Bhi.