
চট্টগ্রাম জেলা পুলিশের চলমান ব্লক রেইডের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, চলমান সন্ত্রাস বিরোধী অভিযান ব্লক রেইডে উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল এবং অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানাসহ ১২০ জন অফিসার ও ফোর্স । এরমধ্যে সাতকানিয়া থানার পৌর এলাকার বিভিন্ন স্থানে ‘ব্লক রেইড’ পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা মূলে ৪৩ জন, সাজা পরোয়ানা মূলে ৩ জন, নিয়মিত মামলার ২ আসামী এবং অন্যান্য ৬ জনসহ মোট ৫৪ জন আসামী গ্রেফতার করে।
এমন একটা সময় আসবে, এলাকায় পরুষ মানুষ ই পাওয়া যবেনা। জানিনা সরকারের পুরুষ দের উপর এত ক্ষোপ কেন।
কারণ এই সরকার অবৈধ তার তাহার কাছে জনগনের কোন মুল্য নাই তাদের তো একটি কাজ জনকে মারা আর জেল নিয়ে জাওয়া
KorbaniR goru ,Chagol , Shari , jamakapor ettadi kinte hole greftar banijjyo somoy upojogi abong Ottyonto upojogi, folprosu