অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ত্বকের নানা সমস্যা সমাধানে চায়ের লিকার

0

স্বাস্থ্যকর পানীয় হিসেবে চা পান করা হয়। প্রতিদিন পরিমিত চা পানে আমাদের দেহ ও মনকে সতেজ করে। আজকাল রুপচর্চার ক্ষেত্রেও চা পাতা ও এর লিকার ব্যবহার করা হয়। ত্বকের নানা সমস্যা সমাধানে এটি বেশ কার‌্যকরী।

১. বাইরে থেকে এসে ঠান্ডা সবুজ চায়ের লিকার ত্বকে স্প্রে করলে ক্লান্তি দূর হবে এবং সতেজতা ফিরে পাওয়া যাবেন। সবুজ চায়ের লিকার ত্বকে ময়েশ্চারাইজ হিসেবে কাজ করে। সেইসঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও এটি ত্বকের ব্রণ ও মেছতা দূর করে।

২. চোখের যত্নের জন্য ব্যবহার করা টি-ব্যাগ ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা টি-ব্যাগ চোখের পাতার ওপর দিয়ে রাখলে চোখের ফোলাভাব দূর হবে এবং চোখের ক্লান্তি দূর হবে। এছাড়া নিয়মিত ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর হয়।

৩. পায়ের দুর্গন্ধ দূর করতে কালো চায়ের লিকারে ২০ মিনিট পা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। চায়ে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান পায়ের দুর্গন্ধ দূর করবে।