অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের হামলা

1
.

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা । হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে। হামলায়  বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুকে গুরতর আহতবস্থায়  ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল ১১টার আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছিলো। সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি দল কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসার পর ‘শিবির ধর’ ‘শিবির ধর’ বলে অতর্কিত হামলা চালানো হয়।

নূরকে ঘিরে ধরে মারধর করা হয়। তার নাক-মুখ ফেটে রক্ত বের হতে দেখা যায়। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে লাইব্রেরির ভেতরে নিয়ে যান। লাইব্রেরির সামনে আরও দুই জন ছাত্রকে মারধর করা হয়। এসময় তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। আহত বাকি দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।