অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আব্দুল্লাহ আল নোমান আটক

4
.

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গ্রেফতার করেছে পুলিশ।  আজ বিকাল সোয়া ৫টার দিকে গাজীপুর পুলিশ নোমানকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন তাঁর একান্ত সহকারী নূরুল আজীম হিরু।

তিনি পাঠক ডট নিউজকে জানায়, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্হগিত হওয়ার প্রেক্ষিতে বিএনপি প্রার্থী হাসান উদ্দিনের ডাকা তাৎক্ষণিক সংবাদ সম্মেলন শেষে বাসা থেকে বেরিয়ে চলে যাবার সময় বিকাল সোয়া ৫টায় টংগী পৌরসভা গেইট থেকে পুলিশ তাঁকে বিনা ওয়ারেন্টে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী থানার ওসির নম্বরে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আবদুল্লাহ আল নোমান নির্বাচনি প্রচারণার কাজে টঙ্গিতে হাসান সরকারের বাড়িতে ছিলেন। সেখানে সংবাদ সম্মেলন করার পরই তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর ১০ দিন আগে আজ রবিবার একটি রিটকে আমলে নিয়ে নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ। এসময় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণায় তার বাড়িতে ছিলেন বিএনপির এই নেতা। সেখান থেকে বের হওয়ার সময় গ্রেফতার হন নোমান।

৪ মন্তব্য
  1. Rakib Ahmed Babu বলেছেন

    নিঃশর্ত মুক্তি চাই

  2. Kauser Parvin বলেছেন

    নোমানের সাহেবের মুক্তি চাই।অযথা হয়রানী।

  3. মোঃঅাকরাম হোসেন দুলাল বলেছেন

    চট্টলবীর আব্দুল্লাহ আল নোমান কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  4. Alim Uddin বলেছেন

    এই অভিগ্য লোকদেকে এই ভাবে শেষ না করে এদের অভিগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সমভব।