
সিলেটে শিববাড়িতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে।
আজ রবিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট অ্যালিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানিয়েছেন, লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট অ্যালিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিববাড়িতে বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন আবুল কালাম আজাদ। আহত অবস্থায় প্রথমে তাঁকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের পরপরই তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও বোমার স্প্লিন্টারের আঘাতে আরও ৩০ জনের বেশি আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।