অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রুমায় কেএনএফ’র গুলিতে সেনা সদস্য নিহত

0
.

বান্দরবান জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে সেনাবাহিনীর টহল দলের ওপর সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএফ) হামলা চালায়। এতে গুলিতে সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন।

নিহত সেনাসদস্যের নাম মো. রফিকুল ইসলাম। তিনি র‍্যাবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট – দশঘরিয়া ইউনিয়নের পশ্চিম শোলাশীয়া গ্রামের বাসিন্দা।

রফিকুলের বড় ভাই মাসুদ রহমান বলেন, বান্দরবান থেকে ফোনে রফিকুলের এক সহকর্মী সেনাসদস্য কেএনএফের সঙ্গে সংঘর্ষে তাঁর ভাইয়ের মৃত্যুর খবর জানান।

নিহত সেনা সদস্যের জানাজার নামাজ আজ ২০ এপ্রিল দুপুর সাড়ে ১২.৩০ ঘটিকায় শহীদ ক্যাপ্টেন জসিম হলে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদের মৃতদেহ তার নিজ বাড়িতে প্রেরণ করা হবে।

রফিকুলের ছোট ভাই সবুজ আলম বলেন, ‘এখন আমরা চট্টগ্রাম সেনানিবাসে মরদেহ নেওয়ার জন্য অপেক্ষা করছি।

চাটখিলের পরেকোট-দশঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার আলম মুন্সি বলেন, চাটখিল থানা থেকে রফিকুলের মৃত্যুর খবর জানানো হয়। এরপর ইউপি সদস্যের মাধ্যমে তাঁর পরিবারের কাছে খবর পাঠায়।

এই ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বা সেনাবাহিনী এখনো কোন বক্তব্য দেয়নি।