অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়ায় বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

0
ফাইল ছবি।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে  ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৪ জন।

শুক্রবার (১৯ এপ্রিল)  রাত ১০টার দিকে পটিয়ার খরনা চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার আবু বক্কর তাসিফ (১৮) ও কক্সবাজারে ঈদগাহ মধ্যম মাইজ পাড়া এলাকার নুরুল আমিন (২৭)।
আহতরা হলেন, বৈলতলীর রাকিব হোসেন (২০), মোহাম্মদ জাবেদ (১৯), মোহাম্মদ সিহাব (২২) ও চকরিয়ার সিএনজি চালক লিটন (৩৫) আহত হন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানা ওসি তৌফিকুল ইসলাম তৌফিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিক হতাহতদের উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন,  গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ২ জনের সুরতহাল রির্পোট তৈরি করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’