অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাকিস্তানে কয়লা খনি নিয়ে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে নিহত ১৫

0

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনির মালিকানার অধিকার নিয়ে দুই উপজাতির মধ্যে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশেটির পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুনাওয়ার খান বলেছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের দারা আদম খেলা জেলায় সোমবার খনির সীমানা নির্ধারণের সময় সানি খেলা এবং জারঘুন খেলার সশস্ত্র ব্যক্তিরা একে অপরের উপর বন্দুক হামলা চালায়।

তিনি বলেন, দুই উপজাতি যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সৈন্যদের তলব করা হয়।

যদিও কয়লা খনিতে বিস্ফোরণে প্রতি বছর পাকিস্তান জুড়ে বহু মানুষ মারা যায়, তবে এই ধরনের সহিংস সংঘর্ষ বিরল। কয়লা খনিগুলো পাকিস্তানের বিশেষ করে উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে অবস্থিত।