অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হবিগঞ্জে তিনটি মসজিদে আগুন, পুড়ে গেছে অর্ধশতাধিক কুরআন

2
15170969_327647420951752_5655403767144984159_n
.

হবিগঞ্জে একই সময় তিনটি মসজিদে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় মসজিদে থাকা শতাধিক পবিত্র কোরআন শরিফ পুড়ে গেছে। তবে কাউকে সনাক্ত করতে পারেনি কেউই।

আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভাংঙ্গাপুল জামে মসজিদ, পশ্চিম ভাদৈ জামে মসজিদ ও ধুলিয়াখাল (আমতলি) শাহজালাল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার পশ্চিম ভাদৈ জামে মসজিদ অগ্নিকান্ডের ঘটনায় মসজিদে থাকা পবিত্র কোরআন শরিফ পুড়েছে, একই সময় সদর উপজেলার ভাংঙ্গাপুল জামে মসজিদও অগ্নিকান্ডের ঘটনায় মসজিদে থাকা পবিত্র কোরআন শরিফ পুড়েছে, এবং একই সময় সদর উপজেলার ধুলিয়াখাল (আমতলি) শাহজালাল জামে মসজিদেও অগ্নিকান্ডের ঘটনায় মসজিদে থাকা পবিত্র কোরআন শরিফ পুড়েছে।

এঘটনার পর থেকে সর্বত্র মুসলিমদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এব্যাপারে পশ্চিম ভাদৈ জামে মসজিদ এর পরিচালনা কমিটির সাধারণ-সম্পাদক আব্দুল মুকিত বলেন, মসজিদের ভিতরে ঢুকে পবিত্র কোরআন শরীফে কে বা কারা আগুন দিয়েছে তা সঠিক করে কিছু বলা যাচ্ছে না কারণ তখন মসজিদে কেউ ছিল না।

খবর পেয়ে সদর থানার এসআই আব্দুল্লাহ আল জাহিদ, ঘটনাস্থাল পরিদর্শন করে এবং মসজিদের ইমাম ও এলাকাবাসির সাথে কথা বলেন।

এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) জানান, বিষয়টি নিয়ে অগ্নিকান্ডের বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি।

তবে কিছু দিন আগেও একটি পাগল ভাদৈ গ্রামের মসজিদে আগুন লাগিয়েছিল। ধারণা করা হচ্ছে পাগলই এ কাজটি করেছে।

২ মন্তব্য
  1. Ashraf Uddin Mintu বলেছেন

    নিন্দার ভাষাও আজ হারিয়ে গেছে

  2. Monowar Sagar বলেছেন

    আল্লাহ হেফাজত করুন