অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

0
নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল (৩৮)।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে রাশেদ কামাল (৩৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। নিহত রাশেদ কামাল উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

আজ ১১জুন (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে।

.

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি দেওয়াল নির্মাণ কাজ চলছিল। সেখানে দাড়িয়ে রাজমিস্ত্রিদের কাজ তদারকি করছিল রাশেদ। এসময় দুষ্কৃতিকারীরা সিএনজি যোগে এসে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ কামাল গুরুতর আহত হন। পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনার পর নানুপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আবদুল্লাহ আল মাসুম ঘটনাস্থল পরিদর্শন করছেন। তিনি সাংবাদিকদের বলেন, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তদন্ত করে দেখছে এবং খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে।