অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চুয়াডাঙ্গায় মাদরাসা ছাত্রের মাথাবিহীন মরদেহ উদ্ধার

18
.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আবির হুসাইন নামে এক মাদরাসা ছাত্রের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের একটি আম বাগানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবির হুসাইন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার খালিসপুর গ্রামের আলী হোসেনের ছেলে এবং কয়রাডাঙ্গা নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির ছাত্র। নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মুফতি আবু হানিফ জানান, আবির হুসাইন দীর্ঘদিন ধরে মাদরাসাতে অধ্যয়নরত ছিল। মঙ্গলবার এশার নামাযের কিছুক্ষণ আগ থেকে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রামের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তার সন্ধান পাইনি। এরপর সকালে গ্রামবাসী মাদরাসার অদূরে জনৈক রেজাউল ইসলামের আমবাগানের ভেতরে আবিরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি।

পুলিশ সদস্যরা নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করতে গেলে উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসী। তারা মাদরাসা ছাত্র আবিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। আশ্বাস দেয়া হয় ঘাতকের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার।

এদিকে, চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে মাদরাসা ছাত্রের মাথাবিহীন মরদেহ উদ্ধারের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারাসা থেকে ছাত্রদের তাদের অভিভাবকরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, মাদারাসা ছাত্রের হত্যাকাণ্ডের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনার নেপথ্যে কি আছে সেটি অনুসন্ধানে আমাদের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। খুব শীঘ্রই আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করতে পারবো।  সুত্রঃ আরটিভি অনলাইন।

১৮ মন্তব্য
  1. মায়াবতী মিতু বলেছেন

    এসব বলে গুজব পুলিশরা বলতেছে, এখন চোখ মেলে দেখুক

  2. Biplob Bc বলেছেন

    আল্লাহ আপনি বাংলাদেশ কে হেফাজত করুন আমিন

  3. Md Sohel বলেছেন

    এখনো কি বলবেন গুজব

  4. Al-Hajj Mohd Aalam Patiya বলেছেন

    গুজব

    1. Mafruha Jannat Rumi বলেছেন

      Al-Hajj Mohd Aalam Patiya gujub chobi Soho di dilo trpor o gujub bolyn?

    2. Al-Hajj Mohd Aalam Patiya বলেছেন

      Mafruha Jannat Rumi বোন আমাকে ভুল বুজবেন না,আমরা এমন একটি হতভাগা জাতি সত্যকে সত্যি ও বলা যাবে না,বললে বলবে গুজব চড়াচ্চি, তাই

  5. এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন কারণ খুঁজে বের করতে পারেনি পুলিশ।
    এসব ঘটনা গুলো কেন, কি জন্য ঘটতেছে এবং কারা ঘটাচ্ছে।

  6. খুব দ্রুত তদন্ত পূর্বক রহস্য উদঘাটন করতে হবে।

  7. Mohiuddin Osmani বলেছেন

    হাই আল্লাহ এটা তো গুজব নয়।।

  8. MD Samad বলেছেন

    আল্লাহ কি শুরুহল

  9. Mafruha Jannat Rumi বলেছেন

    Aguli ki ?? Manus to nij chok a aguli dykty pachy,

  10. Md Bashir Ahmmed বলেছেন

    এটাকে ও গুজব বলবেন?

  11. हरधन बिकास डे বলেছেন

    মনে হচ্চে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য ওরা কোমর বেঁধে নেমেছে।

  12. Yakub Shamanta বলেছেন

    এটাও কি গুজব

  13. Ak Jilan বলেছেন

    এটাও কী গুজব

  14. MD Awolad Hossain বলেছেন

    Hafiz Ferdaus Hasan ভাই আপনি এসব ছবি কোথায় পেলেন ? অযথা গুজব ছড়াবেন না। আপনি কি এ মাদ্রাসার কেউ।

  15. Abdul Goni বলেছেন

    গুজব

  16. Md Mizanur Rahman Liton বলেছেন

    ছেলেধরা নাম দিয়ে শত্রুতা উদ্ধার শুরু হইছে।