অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

0
manisksaha-b20161129212722
.

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদারের এ রায় দেন।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ আসামীকে খালাস দিয়েছেন আদালত।

রায়ে দন্ডপ্রাপ্তরা হলেন,  বুলবুল, আকরাম, আলী আকবর ওরফে শাওন, নুরুজ্জামান ওরফে সুমন, মিঠু, সাত্তার, বেল্লাল, শওকত ও সারোয়ার। অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে ওমর ফারুক কচি ও হাই ইসলাম কচি। এর আগে, মামলার ১১ আসামির মধ্যে আদালতে নেয়া হয় পাঁচজনকে। তবে রায় ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন গন্যমাধ্যম কর্মীরা।

২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে ছোট মির্জাপুরের রাস্তায় বোমা হামলা হলে ঘটনাস্থলেই নিহত হন মানিক।

ওই ঘটনার দু দিন পর খুলনা সদর থানার এসআই রণজিৎ কুমার দাস হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। দীর্ঘ অপেক্ষর পর বুধবার দুই মামলার রায় ঘোষণা হল।