অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রতিবন্ধি বান্ধব সমাজ উন্নয়ন করতে হবে

0
15233667_1807591372836859_1891489467_o
.

দেশের প্রতিটি এলাকায় প্রতিবন্ধি বান্ধব সমাজ উন্নয়ন করতে হবে । প্রতিবন্ধিরা সমাজ বা রাস্ট্রের বোঝা নয় বরং তারা সম্পদ।

তাদেরকে সঠিক ভাবে পরিচর্যার মাধ্যমে প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে সমাজ বা রাস্ট্রের উন্নয়নে তারাও ভূমিকা রাখতে পারবে।

বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধিতা সেক্টরে কর্মরত ‘সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি)’-এর সহায়তায় “স্ট্রেন্দেনিং কমিউনিটি বেজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-এসসিবিআইডি-বি-প্রকল্পের উদ্বোধনী অুনষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রকল্প পরিচালক খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান ছিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি চট্টগ্রামের ফটিকছড়ি, বাঁশখালী ও রাংগুনীয়া ও সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডিডিআরসি’ ‘যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা এওয়াক’ এবং অপকা দুটি করে ইউনিয়নে উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে।