অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা আটক

0
dudok
দুদক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়, আগ্রাবাদ।

জালিয়াতির মাধ্যমে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামে আলমগীর হোসেন নামে এক বেসরকারী ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে দুর্নিতী দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।

আজ মঙ্গলবার নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের দুদক কার্যালয়ে হাজিরা দিতে গেলে তাকে আটক করে। বুধবার তাকে আদালতে তোলা হবে বলে জানায় দুদক। আটক আলমগীর হোসেন  কমার্স ব্যাংক ঢাকাস্থ কেন্দ্রিয় অফিসের ভাইস প্রেসিডেন্ট বলে জানাগেছে।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সাঈদ।

দুদক সুত্রে জানাগেছে, আলমগীর হোসেন কর্মাস ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার ম্যানেজার থাকাকালে ২০১৩ সালে খাতুনগঞ্জের এক ব্যবসায়ীকে জালিয়াতির মাধ্যমে ৪ লাখ ৮১ হাজার ৬২৫ টাকার্ ঋণ পাইয়ে দেয়। যা পরে দুজন আত্মসাৎ করেন। এ ব্যাপারে অভিযোগ আসার পর তদন্তে নামে দুদক এবং আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে।

নোটিশ পেয়ে মঙ্গলবার দুপুরে দুদক কার্যালয়ে যান আলমীগর হোসেন। এসময় দুদক কর্মকর্তারা তাকে আটক করেন।

এ ব্যাপারে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।