অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডিবি পরিচয়ে অপহরণের ২০দিন পর ফিরেছে চুয়েট ছাত্র শহীদুল

0
.

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার নয়া বাজার মৌসুমি আবাসিক এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ২১ দিনের মাথায় ফিরে এসেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র মোঃ শহীদুল ইসলাম আজাদ।

তিনি চুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৮ম সেমিস্টারের ছাত্র।

গতকাল ২৪ ডিসেম্বর বিকালে শহীদুল নিজ বাসায় ফিরে এসেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহীদুলের ভাই ইউসুফ তার ফেসবুক আইডিতে তার ভাই ফিরে আসার বিষয়টি জানান।

.

এর আগে গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে নগরীর নয়া বাজার মৌসুমি আবাসিক এলাকার নিজ বাসার সামনে থেকে ডিবি পরিচয়ে শহীদুলকে তুলে নিয়ে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে পরদিন বুধবার বিকালে শহীদুল ইসলামের বাবা মো. শাহ আলম পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন (জি.ডি নং: ১৬৩, তারিখ:৪ ডিসেম্বর, ২০১৯ ইংরেজি)।

এদিকে রহস্যজনক নিখোঁজের ২১ দিনের মাথায় শহীদুল ফিরে এলেও এতোদিন সে কোথাই ছিল, কারা তাকে নিয়ে গেছে সে ব্যাপারে পরিবার থেকে কোন বক্তব্য পাওয়া যায় নি।

রাত ৩টায় এই রিপোর্ট লেখার সময় পিবিআই’র কোন কর্মকর্তার সাথে কথা বলা সম্ভব হয়নি। ফলে পিবিআই’র বক্তব্য জানা যায়নি।

তবে শহিদুলকে আপাততে ছেড়ে দিলেও সে সার্বক্ষনিক গোয়েন্দা নজরদারীতে থাকবে।

এর আগে নিখোঁজ হওয়ার পরদিন রাতে পাঠক ডট নিউজের সাথে আলাপকালে শহীদুলের বাবা শাহ আলম বলেছিলেন- “আমার ছেলে লেখাপড়া করে টিউশনি করে সময় পার করে। কোন সাত পাঁচে নেই। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআর হাদিস পড়ে। কেন আমার ছেলেকে নিয়ে গেলো আমরা বুঝতে পারছি না।”

*চুয়েট ছাত্র শহীদুলকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পরিবারের