অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাড় কাঁপানো শীতে কাঁপছে নোয়াখালীর মানুষ

0
.

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী:

পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। কুয়াশা  হিমেল হাওয়া আর হাঁড় কাঁপানো শীতে কাঁপছে নোয়াখালীতে মানুষ। গতকাল মাঝরাত থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। বৃষ্টির মতো শিশির ঝড়ছে। এতে জেলার চরাঞ্চলের লোকজন কাজে বের হতে না পেরে পরিবার-পরিজন নিয়ে কর্মহীন দিন কাটাচ্ছে।

নোয়াখালীতে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। ফলে ঠান্ডায় নাকাল হয়ে পড়েছে উপকূলের মানুষ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিন্ম আয়ের শ্রমজীবীরা। শিশু, বয়স্ক ও এজমা রোগীরা পড়েছেন দুর্ভোগে। পাশাপাশি গবাদিপশুও শীতে কষ্ট পাচ্ছে।

.

আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার ফলে সারা দেশে শৈত্যপ্রবাহে বয়ে যাচ্ছে। সে কারনে, বৃহস্পতিবার সকালে বেলা বাড়লেও সেভাবে সূর্যের আলো দেখা যায়নি।

নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, আজ নোয়াখালীতে তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু -তিন দিন তাপমাত্রা এটার কাছাকাছি থাকবে।