অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে সীমা স্টিলকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বায়ু দূষনের অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ বানুর বাজার এলাকার সীমা স্টিল মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে বায়ু দুষনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রড তৈরী কারখানা সীমা স্টীল মিলস বায়ু দুষন করছে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্টানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।