অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লালখান বাজারে জশনে জুলুসের পিকআপে আগুন লেগে ৬ শিশু কিশোর দগ্ধ

3
.

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজারে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে অংশগ্রহণকারী একটি পিকআপে আগুন লেগে ৬ শিশু কিশোর দ্বগ্ধ হয়েছে।

আজ রবিবার (১০নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানাগেছে, জুলুসে অংশ নেয়া পিকআপের সাউন্ডসিস্টেম চালানোর জন্য রাখা জেনারেটরে আগুন ধরে গেলে পিকআপেথাকা যাত্রীরা আহত হয়।

তারা হলো : নূর নবী (৬), কাউছার (২০) উভয়ের পিতা মনু মিয়া, রফিকুল ইসলাম (৮) পিতা জাহাঙ্গীর আলম, রিফাত (১২) পিতা সালাউদ্দিন, ইয়ামিন (৯) পিতা মো. জাকির,হৃদয় (১৬) পিতা সিরাজ মিয়া।

তারা সকলে বাকলিয়া ১৯নং ওয়ার্ডের তুলাতলী এলাকার চেয়ারম্যান ঘাটা(বালুর মাঠ) হতে জসনে জুলুছে অংশগ্রহণ করছিল।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ৬ শিশু কিশোর আগুনে দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে লালখান বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন ধরে গেলে ৬ শিশু কিশোর আগুনে পুড়ে যায়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকী ৩ জন ভর্তি আছে। এর মধ্যে রিফাত হোসেন

আহতদের মধ্যে রিফাত হোসেনের আবস্থা গুরুতর। তার শরীরে প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে। এছাড়া রফিকুল ইসলামের ১৫ শতাংশ ও হৃদয়ের ১১ শতাংশ শরীর পুড়েছে।

রিফাতে পিতা সালাউদ্দিন জানান, রিফাত চতুর্থ শ্রেণীতে পড়ে। সকালে এলাকার ছেলেদের সাথে সে বাইরে যায়। মিলাদুন্নবীর মিছিলে গেছে সেটা বাসায় বলেনি। হাসপাতাল থেকে ফোন পেয়ে আমরা ঘটনা জানতে পারি।

৩ মন্তব্য
  1. Iqbal Hosen বলেছেন

    Aro beshi kore julus kor

  2. Faisal Gazi বলেছেন

    উচিত শিক্ষা।

    1. Md Rafiqul Islam Rafiq বলেছেন

      Faisal Gazi এটা কি ছোটদের প্রতি শিক্ষা দেওয়া হলো