অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডে স্বামীর সাথে অভিমান করে আরজিনা আক্তার (১৯) নামের এক গৃহবধুর আত্নহত্যা করেছে।

উপজেলার দোয়াজীপাড়া (উপজেলার সামনে) রফিক বাবুর্চির বাড়িতে আজ রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় এঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরজিনা আক্তার ঐ এলাকার মোঃ ওমর ফারুকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাঘমারা গ্রামের মৃত শামসুল হকের মেয়ে আরজিনার সাথে দেড় বছর আগে উপজেলার দোয়াজীপাড়া গ্রামের রফিক বাবুর্চির ছেলে ওমর ফারুকের সাথে প্রেমে সম্পর্কে বিয়ে হয়। আরজিনা ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এনিয়ে পরিবারে প্রায় ঝাগড়া-বিবাদ লেগেই তাকতো। আজ সকালেও স্বামীও তার পরিবারের সাথে ঝাগড়া হয়। এ নিয়ে অভিমান করে সবার অলক্ষ্যে রুমে গিয়ে দরজা ভিতর থেকে হুক লাগিয়ে সিলিং এর সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। রুমের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে দেখে সে ফাঁস দিয়ে ঝুলে আছে।

বিষয়টি পুলিশকে জানানো হলে ওসি (তদন্ত) শামীম শেখের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এব্যাপারে শামীম শেখ বলেন, গলায় ফাঁস দেওয়াবস্থায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কুমিল্লায় গৃহবধুর পরিবারে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।