মিতু হত্যার আসামী মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

চট্টগ্রামে পুলিশ সাবেক সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সিএমপি।

মিতু হত্যা মামলার অনেক অগ্রগতি হয়েছে বলে দাবী করেন পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন খুব স্বল্প সময়ে মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার চট্টগ্রামে এসে মামলার তদন্ত কর্মকর্তার সাথে কথা বলবেন।
https://mobile.facebook.com/জেএম-কর্পোরেশনjm-Corporation-786484621461984/?refid=17&_ft_=top_level_post_id.874571219345980%3Atl_objid.874571219345980%3Athid.100003793318196%3A306061129499414%3A2%3A0%3A1477983599%3A5010437704445802842