অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ট্রলারসহ ২০ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৭

4

চট্টগ্রামে পতেঙ্গাস্থ গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবাসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে র‌্যাব। এসময় ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার রাতে র‌্যাব-৭ এ অভিযান পরিচালনা করলেও আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব এ অভিযানের ব্যাপারটি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

ctg-yaba-01
র‌্যাব-৭ কর্তৃক উদ্ধার করা ইয়াবাসহ আটক ৭ মাদক ব্যবসায়ি।

এ ব্যাপারে র‌্যাব-৭ এর চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি চন্দন দেবনাথ বলেন, বার্মিজ এবং এ দেশীয় চোরাচালানীদের আনোয়ারার গহিরা ভিত্তিক বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাছের ব্যবসার আড়ালে ইয়াবার চালান মায়ানমার হতে চট্টগ্রামে নিয়ে আসে। এই আনোয়ারার গহিরার একটি মাদক সিন্ডিকেট ফিশিং ট্রলারের অন্তরালে বিপুল পরিমান ইয়াবা মায়ানমার হতে চট্টগ্রামে নিয়ে আসছে গোপন সুত্রে পাওয়া এমন উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ নেতৃত্বে সাগরে টহলরত র‌্যাবের একটি টিম পতেঙ্গা এলাকার সাগরে অভিযান চালায়।

এসময় একটি ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে উপকূলীয় এলাকায় এনে খাজা আজমীর দুই ট্রলারটি আটক করে সেখান থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং ৭ জনকে আটক করা হয়।

ctg-yaba-02
উদ্ধার করা ৫ লাখ ইয়াবা।

আটককৃতরা হলো- মোঃ আব্দুল হামিদ প্রকাশ আব্দুল্লাহ (২৪), সনসু আলম (৩০), মোঃ আলতাছ (৪৮), মোঃ বদি আলম (৫২), মোঃ জসিম উদ্দিন (২১), আকতার কামাল (৩৬) ও মোঃ নাছির (৩৮)।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানায় র‌্যাব।


৪ মন্তব্য
  1. Bahar Uddin বলেছেন

    এরাতো ইয়াবা বহনকারী ট্রলারের মাঝিমাল্লা। কারণ ৫ লাখ ইয়ারা এরা পাচার করেছে বলে মনে হয় না। মূল হোতরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।