
বাংলাদেশের রক লিজেন্ড জেমসের জন্মদিন আজ রবিবার (২ অক্টোবর)। এ দিনে প্রতিবছরই ভক্তদের কাছ থেকে নানারকম চমক পেয়ে থাকেন জেমস। এবার ভিন্নরকম এক শুভেচ্ছা পেলেন নগর বাউলখ্যাত এই গায়ক। জেমসের জন্মদিনে কিশোরগঞ্জের ভক্ত প্রিন্স মোহাম্মদ বিশাল এক কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঢাকা শহরে নানা জায়গায়।
জেমসের ‘পাগলা’ ভক্ত হিসেবে প্রিন্সের পরিচিতি রয়েছে, জেমসও বেশ পছন্দ করেন এই ভক্তকে। গেল বছর ঢাকার বিভিন্ন জায়গায় ১০টি বিলবোর্ড টাঙিয়ে জেমসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন প্রিন্স। এক যুগেরও বেশি সময় ধরে জেমসের জন্মদিনে ভিন্ন কিছুর আয়োজন করেন এই ভক্ত।

গেল বছর যেমন বিলবোর্ডে শুভেচ্ছা জানিয়ে চমকে দিয়েছিলেন, এবার বিশাল এক কেকক বানিয়ে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার বিভিন্ন জায়গায়। রবিবার দুপুর ১টায় সংসদ ভবন এলাকা থেকে জেমস-ভক্ত প্রিন্স জানান, সকাল ১০টা থেকে ট্রাক নিয়ে ঢাকার নানা জায়গায় ঘুরছেন। ট্রাকে রয়েছে বিশাল আকৃতির প্রতীকী কেক।’

প্রিন্স বলেন, ‘এই কেকটি খাওয়া যাবে না। ককশিট, কাঠ দিয়ে বানানো প্রতিকী কেক এটি। এই কেক নিয়ে আজ গুরু জেমসের জন্মদিন উপলক্ষে সারা ঢাকা শহরে ঘুরে বেড়াব। এখন আছি সংসদ ভবন এলাকায়। এরপর শাহবাগ, ফার্মগেট, ধানমন্ডি সহ বেশ কিছু জায়গায় যাব। সন্ধ্যায় গুরুর বাসায় গিয়ে কেক কাটবো।’
প্রিন্স মোহাম্মদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। ঢাকার রাজাবাজারে থাকেন তিনি। পড়শোনা করেছেন কিশোরগঞ্জে। জেমসের প্রতি তার ভালবাসার শুরু ২০০০ সাল থেকে। এরপর প্রতিবছরই জেমসের জন্মদিনে বন্ধুদের নিয়ে কেক কাটেন। সারাদিন জেমসের গান শুনে কাটান।

প্রিন্স জানান, কিশোরগঞ্জে ২০০২ সালে হোসেনপুর উপজেলা সদরের একটি রাস্তার নামকরণ করেছেন জেমস রোড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বন্ধুরা মিলে সেই রাস্তাটার নাম দিয়েছি জেমস রোড। আমরা এই নামেই ডাকি। সরকারি নথিতে সেটা উল্লেখ না থাকলেও আমরা এ রাস্তাটাকে চিনি জেমস রোড হিসেবে।’