অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শামসুল হক এমপির বিরুদ্ধে অভিযোগ আনা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত

5
.

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম পটিয়া আসনের এমপি শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ আনা সেই পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) এর পক্ষে এআইজি (পিআইও-১) আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের ওই চিঠিতে বলা হয়, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করা তথা অসদাচরণের দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক এতদ্বারা চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুরের কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পুলিশ পরিদর্শক সাইফুল আমিন অভিযোগ করেন- চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন।

*জুয়া থেকে হুইপের আয় ১৮০ কোটি টাকা!

 

৫ মন্তব্য
  1. Lion Kazi AliAkbar Jased বলেছেন

    খুবই দুঃখজনক

  2. Hossen Mahmud বলেছেন

    এ জন্যই তো সব সময় পুলিশ খারাপ থাকে পাবলিকের কাছে।
    এদের ধরতে গেলেই চাকরি থাকে না।

  3. Rajib Roy বলেছেন

    স্যার আপনি কাজ চালিয়ে যান বাংলাদেশের সব পুলিশ এক হয়ে কাজ চালানো হোক।

  4. Rajib Roy বলেছেন

    আসুন সবাই উনার পক্ষে দাঁড়াই, না হয় মানুষ সত্য কথা বলতে ভয় পাবে.

  5. Jakir Hossen Ziku বলেছেন

    ইতিহাস বলে বঙ্গবন্ধুর আসে পাশেও এমন চাটুকার নেতা ছিলো। পিতা মজিবকে ঐ কুত্তার বাচ্চারা খুন করেছিলো।