অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লেখক সৈয়দ শামসুল হক আর নেই

3
s-hoq
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ সৈয়দ শামসুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ বিভাগ মঙ্গলবার বিকেলে জানায়, সোমবার দুপুর ১২টায় সৈয়দ হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে আইসিউতে স্থানান্তর করা হয়।

ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চার মাস লেখক লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অসফল চিকিৎসা শেষে গত ১ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসেন। পরবর্তীতে তিনি ঋতু পরিবর্তনজনিত জ্বরে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরেণ্য লেখকের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেন।

৩ মন্তব্য
  1. Jamee Saleh বলেছেন

    R.I.P.

  2. Badal Hussain বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন আমিন্ ।

  3. Solaiman Mohammad বলেছেন

    শেখ হাসিনার জন্য কবিতাটা লিখতে পারছিল কিনা কে জানে?