অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন

0
1454449738_3
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন বুধবার (২৮ সেপ্টেম্বর)। ভারত বিভাগের অব্যবহিত পরই ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি।

জন্মের পরই রাজনীতির সকল ঐতিহাসিক বাঁক প্রত্যক্ষ করেছেন শেখ হাসিনা। প্রথম জীবনেই পরিবার থেকে রাজনীতির প্রবল উত্থান-পতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। শুধু যে পরিবার থেকে রাজনীতি দেখেছেন তা নয়, শিক্ষাজীবন থেকেই নিজেও ছিলেন ছাত্র রাজনীতিতে সক্রিয়।

মুক্তিযুদ্ধের মাত্র সাড়ে তিন বছরের মাথায় শেখ হাসিনার জীবনে ‍ঘটে যায় ইতিহাসের এক বিয়োগান্তক ঘটনা। মাত্র ২৮ বছর বয়সে বাবা-মা, ভাই, স্বজন ও দলের শুভানুধ্যায়ীদের হারিয়েছেন। এতে দমে যাওয়ার পাত্র তিনি নন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নাম মুছে ফেলার সকল ষড়যন্ত্র ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে রাজনীতি করেছেন। ২১ বছরের মাথায় গণতান্ত্রিকভাবে জনগণের সমর্থন নিয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনা প্রথমবারের মতো তখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

অবশ্য এর পরও ষড়যন্ত্রকারীরা পিছিয়ে থাকেনি। তাকে হত্যার একাধিক চেষ্টা হয়েছে। সব রক্তচক্ষু উপেক্ষা করে ২০১৪ সালের ৫ জানুয়ারি তৃতীয়বারের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই সময়ে এসে মুক্তিযুদ্ধ, উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনার জন্য ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন।

পাঁচ-ভাই বোনের মধ্যে শেখ হাসিনা ছিলেন বড়। ছোটবেলায় ডাক নাম ছিল হাসু। শৈশব-কৈশোর কেটেছে দাদা-দাদির কাছেই। তিন ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সঙ্গেই ঘাতকদের হাতে প্রাণ হারান। শেখ হাসিনা ছাড়া এখন তার পরিবারের সদস্যদের মধ্যে কেবল শেখ রেহানাই জীবিত আছেন।

টুঙ্গিপাড়ার এক পাঠশালায় শিক্ষাজীবন শুরু হয় শেখ হাসিনার। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের ব্যাপক বিজয়ের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তখন সপরিবারে ঢাকায় চলে আসেন বঙ্গবন্ধু। পুরান ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় তারা ওঠেন।

এরপর বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন। সেই সুবাদে সপরিবারে ৩ নম্বর মিন্টো রোডের বাসায় ওঠেন তারা। টিকাটুলীর নারী শিক্ষা মন্দিরে (বর্তমানে শেরে বাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ) ভর্তি করা হয় শেখ হাসিনাকে। ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন তিনি। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।

ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় কলেজ ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুববিরোধী আন্দোলন এবং ছয়দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১৯৬৬ সালে বঙ্গবন্ধু উত্থাপিত বাঙালির মুক্তি সনদ ৬ দফা উত্থাপনের পর শাসকগোষ্ঠী ভীতসন্ত্রস্ত হয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে দায়ের করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। এমন ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময়েই বঙ্গবন্ধুর আগ্রহে ১৯৬৮ সালে পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর ঢাকায় ভিন্ন এক বাড়িতে গৃহবন্দী করে রাখা হয় তার পরিবারের সদস্যদের। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই গৃহবন্দী অবস্থায় শেখ হাসিনার গর্ভে জন্ম হয় প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর কন্যাসন্তান সায়মা ওয়াজেদ পুতুলের জন্ম হয়।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রথমে প্রধানমন্ত্রী ও পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট রক্তাক্ত সেনা অভ্যুত্থানে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। সেই ভয়াল রাতের আগেই তারা দুজন ইউরোপ যান। সেখানেই সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হওয়ার সংবাদ পেলেও তাৎক্ষণিকভাবে দেশে ফেরার কোনো পরিবেশ ছিল না। তাই ইউরোপ ছেড়ে স্বামী-সন্তানসহ ভারতে রাজনৈতিক আশ্রয় নেন শেখ হাসিনা।

পারিবারিক জীবনের এই ট্র্যাজেডির পরও জীবনের ঝুঁকি নিয়েই দেশে ফেরার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। ফেরার আগেই ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। ওই বছরের ১৭ মে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণের দায়িত্ব কাঁধে তুলে নেন।

দেশে ফেরার পর বিভিন্ন সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে গৃহবন্দিত্ব থেকে শুরু করে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে শেখ হাসিনাকে। শেষ পর্যন্ত ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৮৭টি আসন লাভ করে। শেখ হাসিনা সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন। ওই সময় সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

সেবার জামায়াতে ইসলামীর সমর্থনে বিএনপি সরকার গঠন করে। সেই সরকারের সময় আওয়ামী লীগ দীর্ঘদিন আন্দোলন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের ১২ ‍জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৬টি আসন লাভ করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

সেবার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম সংসদে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে সক্ষম হয়। ২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হিসেবে সংসদে অংশ নেয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড নিক্ষেপ করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। তিনি সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও ওই হামলায় ২৪ জন নিহত হয় এবং পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হন।

চার দলীয় জোট সরকারের শাসন শেষে ২০০৭ সালের জানুয়ারির নির্বাচন আন্দোলনের মাধ্যমে রুখে দেয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। দেশে জরুরি অবস্থা জারির মাধ্যমে ২০০৭ সালের ১১ জানুয়ারি ফখরুদ্দিন-মইনুদ্দিনের (ওয়ান ইলেভেন) সরকার ক্ষমতায় আসে। দুই বছর ক্ষমতায় থাকা সেই সরকারের আমলে শেখ হাসিনাকে কারাবরণও করতে হয়েছে।

শেষ পর্যন্ত সেই সরকারের অধীনে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। সেই থেকে টানা দুই মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন যোগদান শেষে এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে ৭০তম জন্মদিন উপলক্ষে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, লেখক, চিকিৎসক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশিষ্ট নাগরিকেরা শেখ হাসিনার সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।