অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপি সকল সম্প্রদায়ের নিরাপদ ঠিকানা

1

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

khagrachari-picture03-26-09-2016
খাগড়াছড়িতে বিভিন্ন উপজেলা থেকে আসা মারমা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় উপস্থিত জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপি সকল সম্প্রদায়ের নিরাপদ ঠিকানা। এ কারণে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ দলে দলে বিএনপির পতাকা তলে সমবেত হচ্ছে।
তিনি আজ সোমবার বিকালে খাগড়াছড়িতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মারমা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
khagrachari-picture02-26-09-2016ওয়াদুদ ভূইয়া বলেন, বিগত বিএনপির সরকারের আমলে পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি ছিল। সকল জনগোষ্ঠীর উন্নয়ন হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। আর উন্নয়ন হচ্ছে দলীয় নেতাকর্মীদের। তাই আগামীদের নিজেদের ভাগ্য পরিবর্তনে আবার বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
বিশিষ্ট মারমা নেতা কংচারী মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মণীন্দ্র কিশোর ত্রিপুরা, ক্ষেত্র মোহন রোয়াজা, বিশিষ্ট মারমা নেতা মংমংশি মাষ্টার,মংশি মারমা,সুধাঅং মারমা,কংজপ্রু মারমা, মিন্টু মারমা,ক্যজরী মারমা,কেমি মারমা,সুইলা মারমা,আত্রে মারমা,পাইসাউ মারমা,অংসা মারমা,অংশিপ্রু চৌধুরী,রাপ্রু মারমা,লাউচিং মারমা,থোইলাপ্রু মারমা, নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
khagrachari-picture01-26-09-2016মারমা নেতারা তাদের বক্তব্যে বলেন, এক সময় মারমা সম্প্রদায়ের লোকজন নৌকার ভোটার ছিলাম। আওয়ামীলীগ বার বার নানা প্রলোভন দেখিয়ে মারমা জনগোষ্ঠীর ভোট নিলেও মারমাদের কোন উন্নয়ন করেনি। তাই মারমা সম্প্রদায় নৌকা ছেড়ে বিএনপির পতাকা তলে সমবেত হচ্ছে।

১ টি মন্তব্য
  1. Rodrotonu Rt বলেছেন

    ti jodi hoi tobe ta proman kore dinto amon kithu kaj dia ja bnp dristanto sthapon korecha, ja kajer dara bangladesher sonkhalogura upokrito hoche