অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের লরির ধাক্কায় জেটি সরকার নিহত

4
.

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেক এর ট্রেইলরের ধাক্কায় প্রাণ গেল এক জেটি সরকারের। আজ শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ৯টায় বন্দরের এনসিটি ইয়ার্ডে মাজারের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত জেটি সরকারের নাম আহসান উল্লাহ শাহীন (৩৪)। তিনি সাউথইস্ট সিএন্ডএফ এর জেটি সরকার সহকারী দায়িত্ব পালন করছিলেন। নিহত শাহীন নোয়াখালীর মাইজদি এলাকার জয়নাল আবেদীনের পুত্র।

এ ব্যাপারে জানতে চাইলে সিএমপির বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী পাঠক ডট নিউজকে বলেন, রাতে বন্দরের ভীতরে গাড়ির ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি কিন্তু থানায় এখনো (রাত ১১টায়) অভিযোগ না দেয়ায় আমরা এখনো বিস্তারিত ঘটনা জানি না।

প্রতক্ষ্যদশী বন্দরের নিরাপত্তা কর্মী মো. নূরুল আবছার পাঠক ডট নিউজকে বলেন, রাতে এনসিটি ইয়ার্ডে মাজারের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সাইফ পাওয়ারের কন্টেইনার বোঝাই ট্রেইলরের (SP-65) ধাক্কায় গুরুত্বর আহত হন আহসান উল্লাহ শাহীন। ট্রেইলরটি চালক ছিল জাহিদ।

আহত শাহীনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমীর হোসেন জানান, বন্দরের ভীতরে দুর্ঘটনায় আহত এক ব্যাক্তিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার লাশ মর্গে নেয়া হয়েছে। কন্টেইনার লরির ধাক্কায় এই ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

৪ মন্তব্য
  1. Sagar Kamal বলেছেন

    So sad. বন্দর এর ভিতর হেলপারদের গাড়ি চালানো বন্ধ করতে হবে।

  2. Ad M A Dulal বলেছেন

    ইন্নাহলিল্লাহ…. রাজিউন। আমিন।

  3. Mansur Muzammil বলেছেন

    মরণ মিস নাই

  4. Ismail Hossain বলেছেন

    যাঁরা ভাইকে গাড়ি চাপাদিয়ে হত্যা করেছে তাদের কঠিন শাস্তি কামনা করছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে