অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বান্দরবানে পানিবন্দি ১০ হাজার মানুষ

0
.

অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে বান্দরবানের নিচু এলাকা। প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ১২শ’ পরিবারকে। এখনো জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে চেঙ্গী নদীর পানি কমলেও মাইনীর পানি কমেনি। পানি নামার পর ভাঙছে সড়ক।

সাত দিনের টানা বর্ষণে প্রায় তলিয়ে গেছে বান্দরবানের বেশিরভাগ এলাকার বসতবাড়ি। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে শহরের আর্মিপাড়া, ইসলামপুর, অফিসার্স ক্লাবসহ বেশিরভাগ এলাকায় পানি উঠেছে। প্লাবিত হয়েছে লামা, আলিকদম, থানচি ও রুমা উপজেলা। সড়ক ডুবে যাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড় ধসের আশংকায় হাজারো পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

একজন ভুক্তভোগী বলেন, আমরা খুবই কষ্টে বসবাস করছি। ঘর-বাড়ি সব কিছু পানিতে চলে গেছে।

খাগড়াছড়িতে জলাবদ্ধতা কিছুটা কমেছে। তবে মাইনী নদীর পানি এখনও কমেনি। সড়ক থেকে পানি নেমে সৃষ্টি হচ্ছে ভাঙন। চলাচলে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। পাহাড় ধসের শঙ্কায় এখনো আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ।

বান্দরবান ও খাগড়াছড়িতে ১ শ’ ৬৮টি আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন।