অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ত্বক চিকন রাখতে ডুব দিন বিয়ার পুলে

0
.

কল খুলে বিয়ার পানের কথা নতুন নয়। কিন্তু কখনও কী শুনেছেন বিয়ার দিয়ে তৈরি হয়েছে একটি আস্ত সুইমিং পুল। অস্ট্রিয়ার স্টার্কেনবার্গ ক্যাসেলে তৈরি করা হয়ে এমনই বিয়ার পুল। বিশ্বে যা প্রথম বলাই যায়। একটা দুটো নয় একেবারে সাত সাতটা বিয়ার পুলি। প্রত্যেকটির দৈর্ঘ ১৩ ফুট। সুইমিং পুলেরই সমান। তাতে অনায়াসে উথাল পাথাল করে সাতর কাটতে পারবেন আপনি। ২ ঘণ্টার এই বিয়ার পুলে সাঁতার কাটার জন্য মাত্র ১৬ হাজার ৫১৮ টাকা খরচ করলেই হবে।
এমনিতেই বিয়ারে স্নান করলে নাকি ত্বকের মসৃণতা আর ঔউজ্জ্বল্য বাড়ে। সে স্নান যদি বিয়ার পুলে হয় তাহলে তো কথাই নেই। আরও চিকন হবে ত্বক। বিয়ার স্নানে আর একটি উপকারিতা হল, শরীরে রক্ত সঞ্চালন আরও ভাল হয়। যার জেরে রোগ জ্বালা থেকেও মুক্তি ঘটে।
বিয়ার পুলে সাঁতার কাটতে গেলে এক গ্লাস বিয়ার পাবেন ফ্রি। তবে একটি সাবধনতা নিতে হবে আপনাকে। যেহেতু বিয়ার পুলটি রোজ পরিষ্কার করা হয় না। সেজন্য সেখানে হাবুডুবু খেলেও ভুলেও কিন্তু পুলের বিয়ার পান করবেন না। তাহলে কিন্তু অসুখ অবধারিত। বিয়ার স্নানে আরও একটু আমোদ চাইলে পাশেই আছে হুইস্কির ভাঁটি।