অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আয়ু বাড়াতে সাহায্য করে পোষা কুকুর

0
.

পোষ্যদের মধ্যে কুকুর মানুষের সবথেকে বড় বন্ধু। ঘরের পোষা কুকুরের সান্নিধ্যে থাকলে বাড়ির মনিবের জীবনের আয়ু বৃদ্ধির পাশাপাশি হৃদরোগের সম্ভাবনা কমে যায়। সম্প্রতি সুইডেনের একদল বিজ্ঞানীর গবেষনায় এই তথ্য উঠে এসেছে।
কয়েকদিন আগে ‘সায়েন্টিফিক’ নামক এক জার্নালে গবেষকরা দাবি করেন, ঘরের কুকুর পোষ্য থাকলে কার্ডিও ভ্যাসকুলার সমস্যা অনেক কমে যায়। ঘরের পোষ্যের জন্য বিশেষ করে অবিবাহিত মনিবরাই উপকৃত বেশি হয়। কুকুর পোষ্য থাকলে অবিবাহিত মনিবদের একাকিত্ব দূর করতে অনেক সাহায্য করে। জার্নালে গবেষকরা আরও দাবি করেন, হৃদরোগ থেকে মৃত্যুর ঝুঁকি কমিয়ে দিতে সাহায্য করে পোষ্য কুকুর। গবেষকরা ৪৫ থেকে ৮০ বছর বয়স্কদের উপর সমীক্ষা চালায় দীর্ঘ কয়েক বছর। সমীক্ষায় দেখা গেছে কুকুর পোষেন না এমন মানুষদের ক্ষেত্রে হৃদরোগে মৃত্যুর হার বেড়েছে ৩৫ শতাংশ। উল্টো ছবিও দেখা গেছে। কুকুর সঙ্গে থাকলে মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১২ শতাংশ। কিন্তু সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত তথ্যে পরিস্কার ভাবে বলা হয়নি কুকুর কিভাবে হৃদরোগে প্রতিরোধ করতে সাহায্য করে।