অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঝড়ে রায়গঞ্জে ৪ কি. মি. বিদ্যুৎ লাইন লণ্ডভণ্ড

0
.

রায়গঞ্জে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে চার কিলোমিটার বিদ্যুৎ লাইন লণ্ডভণ্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি। সংশ্লিষ্ট সূত্র বলছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।  শুক্রবার মধ্যরাতে এই ঝড়ো হাওয়া বয়ে যায়।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভূইয়াগাঁতী জোনাল অফিসের এজিএম কাম প্রকৌশলী সাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১টার পর ঘণ্টা ব্যাপী প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ভূইয়াগাঁতী জোনাল অফিসের কমান্ডিং এরিয়ায় ৫১টি পয়েন্টে গাছপালা বিদ্যুতের সরবরাহ লাইনের উপর ভেঙ্গে পড়ে। এতে চার কিলোমিটার বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায়। প্রবল ঝড়ে ৯টি পোল, ৩টি ক্রস আর্ম, ৬টি ইন্স্যুলেটর ট্র্যাক, ৪টি ট্রান্সফরমার, ২৭টি ড্রপ তার এবং ৩৭টি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত লাইন গুলো মেরামত করে চালু করতে ৪/৫ দিন সময় লাগবে।

সরেজমিনে জানা যায়, ঝড়ে গাছপালা ভেঙ্গে উপজেলার ৯টি ইউনিয়নে শতাধিক বসতবাড়ির ক্ষয়ক্ষতিসহ ফসল ও মৌসুমি ফলের ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।