অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

স্বামীর চিকিৎসা করাতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্ত্রীর

0
.

পটুয়াখালীর দশমিনা উপজেলায় থেকে একই পরিবারের ৭ জন এসেছিলেন রাজধানীর এসেছিলেন চিকিৎসা নিতে। কিন্তু চিকিৎসকের আছে পৌছানোর আগেই প্রাইভেট কার কেড়ে নিলো ৫৫ বছর বয়সী ফুলবিরি প্রান।

আজ শনিবার ভোরে এলিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে দুই গাড়ীর সংঘর্ষে ফুলবিবি নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৫জন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,তাদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তারা সপরিবারে সাতজন ঢাকায় আসে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের নেমে সেখান থেকে ভাড়ায় চালিত উবার প্রাইভেটকারে করে ধানমন্ডি একটি হাসপাতালে যাচ্ছিল। লিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে আরেকটি কার তাদের গাড়ীকে ধাক্কা দেয়। এতে তাদের প্রাইভেটকারটি উল্টে গেলেে  ৫জন আহত হয়। গুরতর আহতবস্থায় ফুলবিবিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ফুলবিবিকে মৃত ঘোষনা করে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন,  প্রাইভেটকারটি ধাক্কা দিয়েছিল তার চালককে আটক করা হয়েছে। দু’টি প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।